
সাভার উপজেলায় সীমা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভার রাজাশন এলাকার একটি বাড়ি থেকে গতকাল সোমবার রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর থেকেই নিহত ওই গৃহবধূর স্বামী রুবেল মিয়া পলাতক রয়েছেন। স্থানীয়দের ধারণা, ওই গৃহবধূকে হত্যার পর পালিয়ে গেছেন তাঁর স্বামী।এদিকে, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ বলছে, রাজাশন এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন সীমা আক্তার ও রুবেল মিয়া। গতকাল রাতে ভাড়াবাড়িতে ওই গৃহবধূর লাশ দেখতে পেয়ে বাড়ির মালিক লিমা আক্তার পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানান, ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন