
সাভারে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি পলাতক সাদ্দাম হোসেনকে (২২) পার্শ্ববর্তী উপজেলা ধামরাই থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার দুপুরে র্যাব-৪ এর পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৪) সাভারের শ্যামপুর এলাকায় তার ভাইয়ের বাসায় থাকেন।
তার ভাই ও ভাবি গত ১২ জুন প্রতিদিনের মতো দুপুরে অফিস থেকে বাসায় এসে খাবার খেয়ে পুনরায় অফিসে যান। এ সময় ভুক্তভোগীকে বাসায় একা পেয়ে পাশের একটি নির্মাণাধীন দোতলা বাড়ির নিচতলায় ডেকে নিয়ে হাত-পা বেধে আসামি সাদ্দাম হোসেন (২২) সহ কয়েকজন পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে।
একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়। পরে গত ১৪ জুন ভুক্তভোগীর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর আসামিদের ধরতে পুলিশের পাশাপাশি ছায় তদন্তে নামে করে র্যাব-৪ এর গোয়েন্দা ইউনিট। পরে গোয়েন্দা তথ্য ও স্থানীয় ফোর্সের সহায়তায় শুক্রবার রাতে মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেনকে ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।