সাভারে রাতের আধারে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে মাটি চুরির ঘটনায় থানায় অভিযোগ

সাভারে রাতের আধারে সন্ত্রাসীদের ভাড়া নিয়ে জমি থেকে কয়েক লক্ষ টাকার মাটি চুরি করে নিয়ে গেছেন এক ব্যক্তি। এঘটনায় অভিযুক্তের নামে সাভার মডেল থানায় তিনটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগীরা জানায়,সাভারের উত্তর কাউন্দিয়া এলাকায় আলী আশরাফ ইফতেখার নামের এক ব্যক্তি তার বোন শাহানাজ পারভীনের ১৩০ শতাংশ জমিতে ইট ভাটা করেন কয়েক বছর আগে। পরে ওই ব্যক্তি সেখানে ক্ষমতার দাপট দেখিয়ে আরও কয়েকজন ব্যক্তির ৪৭০ শতাংশ জমি দখল নিয়ে ইট ভাটার আয়োতন বড় করেন। পরে জমির মালিকরা ৪৭০ শতাংশ জমি ইট ভাটার মালিক আলী আশরাফ ইফতেখারকে ছেড়ে দিতে বললে তিনি ছেড়ে দেই দিচ্ছি বলে জমির মালিকদের আশ্বাস দিলেও ছেড়ে দেননি। পরে জমির মালিক মুজিবুর রহমানসহ অনেকেই তাদের জমিতে মাটি ভরাট শুরু করেন সম্প্রতি। পরে গভীর রাতে অভিযুক্ত আলী আশরাফ ইফতেখারের নির্দেশে তার ম্যানেজার জাকির হোসেন ভাড়া করা সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রে সর্জে সর্জিত হয়ে ভেকু দিয়ে ড্রাম ট্রাকে করে কয়েক লক্ষ টাকার মাটি লুটে নিয়ে যান।

এসময় মাটি লুটে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা তাদের অফিসে হামলা চালিয়ে নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে অফিস থেকে কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে চলে যায়। পরে ভুক্তভোগীরা পুলিশের জরুরী সেবা ৯৯৯ ফোন করলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভির ফুটেজে দেখা যায়,একদল মুখোশধারী সন্ত্রাসীরা রাতের আধারে সেখানে প্রবেশ করে ড্রাম ট্রাকে করে মাটি ও অফিসে হামলা চালিয়ে মালামাল লুটে নিয়ে যাচ্ছে।

এঘটনায় ভুক্তভোগীরা সাভার মডেল থানায় অভিযুক্তের নামে তিনটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। জমির মালিকদের নানাভাবে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছেন বলে সাধারণ ডায়রি (জিডি)তে অভিযোগ করেছেন তারা। এদিকে ভুক্তভোগীরা অভিযুক্তকে একাধিকবার লিগ্যাল নোটিশ প্রদান করলেও জমি না ছাড়ায় জমির মালিকরা অসহায় হয়ে পড়েছেন।

এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মিলন মিয়া বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে অপরাধীদের বিরুদ্ধে।

ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x