সাভারে সরকারী আদেশ অমান্য করে রাষ্ট্রীয় ও জন স্বার্থের বিরুদ্ধে অবৈধ ও বে-আইনীভাবে আমিন বাজার ডাপের অন্তর্ভুক্ত জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে শেয়ার এন্ড কেয়ার ডেভেলপার কোম্পানী ও ডাইভারশন” নামের দুটি ডেভেলপমেন্ট কোম্পানির বিরুদ্ধে।
সকালে সাভার উপজেলার উত্তর কাউন্দিয়া মৌজার আমিন বাজারের পার্শ্বে রাজউকের ড্যাপ এরিয়ায় গিয়ে বেআইনিভাবে জলাশয় ভরাটের সত্যতা পাওয়া যায়।
এব্যাপারে গতবছর থেকে সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন ভুক্তভোগী আনোয়ার হোসেন। সর্বশেষ গত ৬ নভেম্বর পরিবেশ অধিদপ্তর, জেলা পরিষদ, রাজধানী উন্নয়ন কর্তৃপ¶সহ একাধিক দপ্তরে চিঠি দেন তিনি।
চিঠির তথ্য অনুযায়ী, সাভারের উত্তর কাউন্দিয়া মৌজার আমিন বাজারের রাজউকের ড্যাপ এরিয়ার জলাশয় রয়েছে। যা মাটি দিয়ে ভরাটের জন্য নিষিদ্ধ এরিয়া হিসাবে প্রতিয়মান। ওই এলাকার আনোয়ার হোসেনের জমিসহ কাউন্দিয়া মৌজার অন্তর্ভূক্ত আর এস দাগ ৬২১১, ৬২১২, ৬২১৩, ৬২১৪, ৬১১৫, ৬২০৯, ৬২২৩, ৬২২১, ৬২২২ ছাড়াও আশেপাশেও অনেক দাগে অবৈধ ভাবে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে জলাশয় ভরাট করছে একটি মহল।
চিঠিতে যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তারা হলেন শেয়ার এন্ড কেয়ার ডেভেলপার কোম্পানী ডাইভারশন কোম্পানি, আমিনবাজারের ধোবারই এলাকার মৃত মোঃ গোলাম মাওলার ছেলে আসাদুজ্জামান ও শেয়ার এন্ড কেয়ারের প্রোজেক্টস ডাইরেক্টর মোঃ মাহফুজুর রহমান।
অভিযোগকারী আনোয়ার হোসেন বলেন, আমিন বাজারের ড্যাপের অন্তর্গত জলাশয় ভরাট করার জন্য রাতের বেলায় মাটি ফেলানোর কাজ করে অভিযুক্তরা। জরুরী ভিত্তিতে এই মাঠি ভরাট বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা প্রয়োজন। তা না হলে রাষ্ট্রের নাগরিকদের চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। জলাশয়ের ভরাটের ফলে বন্যা ও ভারী বর্ষনে রাজধানী ঢাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একারনে জনসাধারণের স্বার্থে বিহীত ব্যবস্থার জন্য বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি।
এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এব্যাপারে একটি চিঠি পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।