
সাভার প্রতিনিধি:
সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। ইউএনও সহ নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২৯ জন। এ পর্যন্ত সাভার উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৫৮ জন।
মঙ্গলবার রাতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা এ তথ্য নিশ্চিত করেন।ডাক্তার সায়েমুল হুদা জানান, গেল শনিবার (২৩ মে) সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ ৮৩ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রানী সম্পদ গবেষনা ইনস্টটিটিউট (বিএলআরআই) এর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।
আজ তার রিপোর্ট আসে। রিপোর্টে ইউএনও পারভেজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারসহ ২৯ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।সায়েমুল হুদা আরও জানান, ইউএনওর করোনার কোন উপসর্গ ছিল না। তবে যেহেতু করোনা পরিস্থিতির মধ্যেও ফ্রন্টলাইনে থেকে তাকে দায়িত্ব পালন করতে হয় তাই তার নমুনা পরীক্ষা করা হয়।
সাভারে এখন পর্যন্ত মোট করোনায় আত্রান্ত হয়েছেন ৩৫৮ জন । নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৭১ জনের। মোট সুস্থ হয়েছেন ২৪ জন এবং মৃত্যবরণ করেছেন ৬ জন।