
সাভার প্রতিনিধি :
সাভারের বিরুলিয়ার দত্তপাড়ায় ২৩ শে জুন মঙ্গলবার দুপুরে ইষ্টার্ন ইউনিভাসির্টি সংলগ্ন একটি পুকুরে মিরাজ হোসেন (২০)নামের এক যুবক গোসল করতে নামেন ও সাথে দুই বন্ধুকে উপরে বসিয়ে রাখেন। অনেক্ষণ হয়ে গেলে মিরাজকে উঠতে না দেখে দুই বন্ধু নিখোঁজ মিরাজের স্বজনদের খবর দিলে তারা পুকুরে নেমে খোজাখুজি করেন এবং খবর পেয়ে তিন ঘন্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসেন ও ডুবুরি নামিয়ে একঘণ্টা চেষ্টার পর মিরাজের মৃতদেহ উদ্ধার করেন।
নিখোঁজ মিরাজের গ্রামের বাড়ী বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়ার হাবিবুল্লাহ মিয়ার চার ছেলেদের মধ্য নিহত মিরাজ মেজ ছিলেন। মিরাজের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন