মিজানুর রহমান, সিংগাইর :
সিংগাইরের ডাাউটিয়া বাজারের নাঈম মেডিসিন কর্নার নামে এক মেডিসিন দোকানে চুরির ঘটনা ঘটেছে ।গত সোমবার রাত অানুমানিক ১২ টা হতে ৩ টার মধ্যবর্তী কোন এক সময় উপজেলার এ চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা ।
চোরের দল দোকানের সাটার কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরণের ঔষধ নিয়ে যায় । এতে করে প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিক শাখাওয়াত ও স্থানীয়রা জানিয়েছেন ।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন