
মিজানুর রহমান, সিংগাইর:
মানিকগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কৃত হয়েছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান। গতকাল ১০ জানুয়ারী বুধবার বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ সভায় জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম (পিপিএম) ওসি রকিবুজ্জামানকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করার পর তার হাতে ক্রেষ্ট তুলে দেন।
উল্লেখ্য, ওসি রকিবুজ্জামান সিংগাইরে আগমণের পর কয়েকটি ডাকাত দলকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করেন এবং পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনার রহস্য উন্মোচন করে সেই প্রতারকসহ জড়িতদের আটক করেন সেই সাথে লুন্ঠিত মালামাল উদ্ধার করে বাড়ি মালিককে ফেরত দিয়ে বেশ প্রশংসিত হন।
ওসি রকিবুজ্জামান বলেন, চাকুরিকালে পাওয়া প্রত্যেকটি পুরষ্কারই বেশ সম্মানের এবং আনন্দের। ভবিষ্যতে এ থানাকে নিয়ে কি পরিকল্পনা আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উর্ধবতন কর্তৃপক্ষের নির্দেশ মতেই কর্মজীবনের সকল দায়িত্ব পালন করব।