
কামরুল ইসলাম (সিরাজগঞ্জ) চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার সকালে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এই টিকাদার কার্যক্রম উদ্বোধন করেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার।টিকাদান শুরুতে টিকা গ্রহণ করেন উপজলা চেয়ারম্যান।
এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, চৌহালী উপজেলায় প্রথম ধাপে চার হাজার নয়শত ষাট ডোজ টিকা এসেছে। টিকা নিতে আগ্রহীদের অনলাইনের মাধ্যেমে আবেদন করতে হবে। তাদের আবেদনের প্রেক্ষিতে এই টিকা প্রদান করবে স্বাস্থ্য কর্মীরা।
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদের এর সভাপতিত্বে টিকাদান কর্মসুচি আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অফিসার মোঃ গিয়াস উদ্দিন সহ অন্যান্যরা।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন