
মোঃ মেহেদী হাসান মুন্না
বগুড়া জেলার আদমদিঘী থানার শাওইল বাজার এ গার্মেন্টস এর বাতিল কৃত সুতা থেকে তৈরি চাদর, কম্বল, গামছা তৈরির জন্য বিখ্যাত একটা বাজার। এখানে সপ্তাহে দুই দিন হাট বসে রবিবার ও বুধবার।
দূর দূরান্ত থেকে পাইকার আসে এই হাটে সুতা ,চাদর, কম্বল, গামছা ইত্যাদি নিতে । শাওইল, ধামাইল, ঘোড়াদহ, দত্তবাড়ী, মুরইল, সান্তাহার দোগাছি সহ আসপাশের ৩০ টি গ্রামের মানুষ তারা তাঁত শিল্পের সাথে জড়িত।
শাওইল বাজার এর কারনে আশেপাশে মানুষের বেকারত্ব সমস্যা নেই বললেই চলে।এই বাজারে সুতার দোকান এর সংখ্যা প্রায় ১০০০ এর বেশি।
তবে
শাওইল বাজারের প্রবেশ পথ দুইটা একটা মুরইল থেকে অন্য টি রাইকালি রোড হয়ে ধামাইল মাদরাসা থেকে পশ্চিম দিকে। এই বাজারের প্রধান সমস্যা হইলো দূর থেকে যে সমস্ত পাইকার আছে তাদের থাকার জন্য ও খাবার জন্য কোনো ভালো কোনো ব্যবস্থা নেই।
এসব বিষয়ের দিকে বাজার কমিটির সভাপতি ও সদস্যদের নজর দেওয়া উচিত। বলে মনে করছে এলাকা বাসি।