সুন্দরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংবাদিকদের সাথে মতবিনিময়

শহীদুল ইসলাম শহীদ,

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরোজা বারী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরোজা বারী উপজেলার সর্বানন্দ ইউনিয়নের নিজ বাসভবনে এ মতবিনিময় সবার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহজাহান মিঞা, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন বুলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান আকন্দ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ইমদাদুল হক, সহ-সভাপতি শাহ রেদওয়ানুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ কামাল ও সাংবাদিক মোঃআবু বক্কর সিদ্দিক সহ উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মিসেস আফরোজা বারী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে বলেন, আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন চাইবো। যদি মনোনয়ন পাই তাহলে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।

এক প্রশ্নের জবাবে আফরোজা বারী বলেন, আমি নৌকা না পেলে অন্য যে কেউ নৌকা পেলে তার পক্ষে কাজ করে যাব। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x