
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় সর্ব স্তরের মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজ হাতে মাক্স পড়িয়ে দিলেন লায়ন্স ক্লাব অব লালমনিরহাট হাতীবান্ধা গার্ডেনের সদস্যরা।এ সময় প্রায় ২ হাজার মাক্স বিতরণ করা হয় এবং প্রায় ২ শত জন নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধাকে ফ্রি ডায়াবেটিকস টেস্ট করানো হয়।
বৃহস্পতিবার দিনভর হাতীবান্ধার উপজেলা চত্তর, বন্দর বাসস্ট্যান্ড, মেডিকেল মোড়সহ বিভিন্ন হাট-বাজারে ঘুরে ঘুরে মাক্স পড়িয়ে দেন ক্লাবটির সদস্যরা।
মাক্ম বিতরণে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব লালমনিরহাট হাতীবান্ধা গার্ডেনের সভাপতি রওশন হাবিব খান মানিক, সাধারণ সম্পাদক আরিফুর জামান পাভেল, ডায়রেক্টর তবারক হোসেন, রেদওয়ানুর রহমান, ইমদাদুল হাসান খোখন, শফিকুল ইসলাম হিরো, ইঞ্জিনিয়ার শাহজাদ ফেরদৌস কিঞ্জল বাবু, ট্রেজারার মাহবুব মোরসেদসহ আরও অনেকে।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন