
টাঙ্গাইল সদর উপজেলার ১২ নং মাহমুদ নগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৯নং ওয়ার্ডে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৬৫ ভোটের ব্যবধানে জিতে গেছেন ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ আসাদুজ্জামান আসাদ।
আজ বুধবার (২৭শে জুলাই ) নির্বাচনে ৫৮২ ভোট পেয়েছেন আসাদুজ্জামান আসাদ । আর তার প্রতিদ্বন্দ্বী শাহিন রেজা লৎফর ( সাবেক সেনাবাহিনী )। পেয়েছেন ৪১৭ ভোট।
তীব্র প্রতিদ্বন্দ্বীতা করে জয় পাওয়া আসাদুজ্জামান আসাদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই ঘটনায় একটি ভোট কি পরিমাণ গুরুত্বপূর্ণ তা আমার সারা জীবন মনে থাকবে। প্রত্যেক ভোটারের প্রতি আমার আন্তরিক ভালো বাসা রইলো।
হেরে যাওয়া প্রার্থী শাহিন রেজা লৎফর ( সাবেক সেনাবাহিনী )। বলেন, নির্বাচন যখন করেছি হার জিদ আছে তাই আসাদ আমি এক সাথে লেখা পড়া করেছি এবং কি আসাদ আমি জামাই শশুর। তাই শশুরের কাছে হেরে গেলাম আমার কোন দুঃখ নেই।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, কেন্দ্রটিতে মেম্বার পদে ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। ফলাফল গণনা শেষে জানা যায়, মাত্র ১৬৫ ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান আসাদ।
দায়িত্বরত পুলিশ ইনচার্জ জানান, ওই কেন্দ্রটিতে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।