৩৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা উৎসব নাপোলির

৩৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা উৎসব নাপোলির । সবশেষ ১৯৮৯-৯০ মৌসুমে ম্যারাডোনার হাত ধরে লিগ শিরোপা জিতেছিলো নাপোলি। না ফেরার দেশে পাড়ি জমানো ডিয়েগো ম্যারাডোনা জীবিত থাকলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন। কয়েকমাসের ব্যবধানে দুইবার ভাসতেন সুখের সাগরে।

প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার উদিনেসের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের মধ্য দিয়ে শিরোপা নিশ্চিত হয় নাপোলির। ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করলো লুসিয়ানো স্পাল্লেত্তির দল। লিগ নিশ্চিতের জন্য কেবল ড্র করলেই যথেষ্ট ছিল নাপোলির। হয়েছেও তাই। কিন্তু ১-১ ব্যবধানে শেষ হওয়া ম্যাচটির প্রথম গোলটি এসে উদিনেসের কাছ থেকে। ৫০০ মাইলের বেশি রাস্তা ভ্রমণ করে খেলা দেখতে আসা ১৫ হাজার নাপোলি ভক্ত তখন হয়তো একটু শঙ্কায় পড়ে গিয়েছিলেন। আবারও কি অপেক্ষায় থাকতে হবে শিরোপার জন্য?

সেই প্রশ্নের উত্তরটা তারা পেয়ে যান ৫২ মিনিটে। বক্সের বাইরে থেকে কাভারাতসখেলিয়ার শট উদিনেস গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে ঠিকই জালের ঠিকানা খুঁজে নেন মৌসুমজুড়ে দুর্দান্ত খেলতে থাকা ভিক্টোর ওসিমেন। লিগে নাইজেরিয়ান স্ট্রাইকারের ২২তম গোল এটি। এই তালিকায় তার উপরে নেই আর কোনো ফুটবলার। তার পা থেকেই নিশ্চিত হলো নাপোলির লিগ জয়ের কাব্য।

লিগ শেষ হতে এখনো পাঁচ ম্যাচ বাকি। ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। সিংহাসনের কোনো হেরফের হবে না আর। কেননা সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে লাৎজিও। বাকি পাঁচ ম্যাচে জিতলেও নাপোলির সমান পয়েন্ট হবে না তাদের। ৩৩তম ম্যাচে এসে ৩৩ বছরের অপেক্ষার ইতি টেনে তৃতীয় লিগ শিরোপা জয়ের উৎসবে ভাসল নেপলস নগরী!

শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে যেখানে আঘাত হানার সম্ভাবনা

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, এটি পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ধীরে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x