অদ্ভুত সব রেকর্ড হচ্ছে ক্রাইস্টচার্চ টেস্টে!

একের পর এক রেকর্ড ভাঙার মধ্য দিয়ে এগোচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। এক দিকে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের মাইলফলক গড়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।

আবার এক অদ্ভুত রেকর্ডের মেলবন্ধন হয়ে গেল অধিনায়ক টম ল্যাথাম ও কেন উইলিয়ামসনের। সেই সাথে রেকর্ডে ভাগ বসিয়েছেন পেসার এবাদত হোসেনও।

মেহেদী হাসান মিরাজকে আউট করে ম্যাচে নিজের চতুর্থ উইকেট শিকারের মাধ্যমে বোল্ট গড়ে ফেলেন টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের মাইলফলক।

এদিকে এই টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে এক অদ্ভুত রেকর্ডের মেলবন্ধন গড়লেন অধিনায়ক টম ল্যাথাম। আর সেই মিলটা সতীর্থ কেন উইলিয়ামসনের সাথে। ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ২৫০ রান হাঁকান উইলিয়ামসন।

টম ও উইলিয়ামসন দুইজনই এই আড়াইশো রানের মাইলফলক গড়েছেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক থাকা অবস্থায়। দুইজনই নিজেদের ইনিংসে ৩৪টি চার ও ২টি ছয় হাঁকিয়েছেন।

শুধু তাই নয়, দুইজনই ছয় মেরে এই আড়াইশো রানের মাইলফলক স্পর্শ করেন এবং ঠিক তারপরের বলেই তারা আউট হয়ে যান। আরও মজার বিষয় হচ্ছে, তারা দুইজনই যখন আউট হন ঠিক তার ১৯ বল পড়ই নিজেদের ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।

এদিকে এর আগে টানা ৯ টেস্ট ইনিংসে শূন্য রানে আউট হয়ে রেকর্ড গড়েছিলেন সাবেক নিউজিল্যান্ড পেসার ক্রিস মার্টিন ও শ্রীলঙ্কার লাহিরু কুমারা। এবার টানা ১০টি টেস্ট ইনিংসে ডাক মেরে সেই রেকর্ড ভাঙলেন এবাদত হোসেন।

রৌমারীতে সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়কে কেন্দ্র করে দু‘গ্রুপে মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়া

রৌমারী সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের পর থেকে দখলবাজদের উৎপাত বেড়ে যায়। অবশেষে চাঁদা আদায়কে কেন্দ্র করে দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষ ও...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x