অর্থ পাচারকারীদের তালিকা জনসমক্ষে প্রকাশের দাবি ফখরুলের

বিদেশে অর্থ পাচারকারীসহ তাঁদের মদদদাতাদের তালিকা জনতার সামনে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের সন্মানে বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়ে বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান।

পরে বিএনপির মহাসচিব বলেন, ‘কীভাবে, কোন পদ্ধতিতে অর্থ পাঁচার হলো, কারা তাঁর সঙ্গে জড়িত ছিল, কারা মদদ দিয়েছেন—সেই বিষয়গুলো পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরার জন্য আমরা আজকে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

দুর্নীতি দমন কমিশনকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘এই যে দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি করে অর্থ পাঁচার করা হচ্ছে তা অবশ্যই তদন্ত করে বের করে জনসম্মুখে প্রকাশ করতে হবে।’

ফখরুল বলেন, ‘একজন পি কে হালদার, যিনি হাজার হাজার কোটি টাকা ‍বিদেশে পাচার করেছেন, তাঁকে পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা ভালো কথা। অন্তত একজনকে, যিনি টাকা পাঁচার করেছেন, তাঁকে ধরা হয়েছে ভারতে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি নিজেই ফরিদপুরের একটা সম্মেলনে বলেছেন যে, হাজার হাজার কোটি টাকা যাঁরা পাচার করেছেন, তাঁদেরকে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া হবে না। তার মানে তিনি স্বীকার করে নিয়েছেন—আওয়ামী লীগের লোকেরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন।’

এই অবস্থা থেকে উত্তরণে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি পেতে হলে, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে হলে আমাদের সকল ধর্মের, মতের, রাজনৈতিক দলের লোকদেরকে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে (সরকার) পরাজিত করতে হবে।’

সাভারে এসি বিস্ফোরণে আহত অন্তত ৮

সাভারের গেন্ডায় এসি বিস্ফোরণে পথচারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x