আগামীকাল মঙ্গলবার থেকে জাবিতে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু

আগামীকাল মঙ্গলবার সকাল দশটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন অনলাইনে শুরু হবে। চলবে ৩১ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া ১৬ জুন থেকে ২৪ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ই মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল সকাল সাড়ে নয়টায় উপাচার্য ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন। সকাল দশটা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবে।’

এ বছর জাবিতে পাঁচ ইউনিটের পরিবর্তে সাতটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ও ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির জন্য ‘এ’ ইউনিট, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের জন্য ‘বি’ ইউনিট, কলা ও মানবিকী অনুষদ ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট নিয়ে ‘সি’ ইউনিট, জীববিজ্ঞান অনুষদের জন্য ‘ডি’ ইউনিট, বিজনেস স্টাডিস অনুষদ নিয়ে ‘ই’ ইউনিটে পরীক্ষা হবে। আর ইন্টস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) আলাদা ইউনিট এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সঙ্গে চারুকলা বিভাগ নিয়ে আলাদা ইউনিটে (সি১) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে এ, বি, সি ইউনিটের আবেদন ফি ৯’শ টাকা এবং অন্যান্য ইউনিটগুলোর আবেদন ফি ৬’শ টাকা।

রাণীশংকৈলে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর মেলার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা -২০২৪ খিস্টাব্দের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৮এপ্রিল) সকালে কেন্দ্রীয় স্কুল মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x