ইভিএমে ভোট দিতে গেলে স্মার্ট কার্ডটি অত্যন্ত জরুরি

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ইভিএমে ভোট দিতে গেলে স্মার্ট কার্ডটি অত্যন্ত জরুরি। এই কার্ড ছাড়া আপনি ভোট দিতেই পারবেন না। কার্ডটি যখন মেশিনে ঢুকাবেন তখন আপনার ছবিসহ পুরো তথ্য চলে আসেব। আর তবেই ভোটের মেশিনটি খুলবে।

বুধবার বেলা ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এইচ এ পৌর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে নাগরিকদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের কাছে আমাদের দেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। এখন আমাদের প্রতিটা পদক্ষেপ, উন্নয়নের পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে। এই কার্ডটিও তাই। আগে যেখানে ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করা হতো এখন সেখানে আমারা ইভিএম সিস্টেম চালু করেছি। এটি অত্যন্ত সহজ পদ্ধতি।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মো. সালাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেনটিফিকেশন সিস্টেম ফর অ্যানহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুব আলম শাহ্, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে আমন্ত্রিত নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে উপজেলায় (স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ) কর্মসূচির উদ্বোধন করেন ইসি কবিতা খানম।

সারাদেশের ইটভাটা মালিকদের মধ্যে হতাশা,ভাটা স্থাপন আইনের সংশোধনের দাবি

মাইনুল ইসলাম: বাংলাদেশ ইট প্রস্তুতকারী ভাটা মালিকেরা হতাশা এবং আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন। সারাদেশের ইটভাটা  মালিকেরা দুর্বিষহ বিভিন্ন প্রকার সমস্যা...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x