ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ চাপ বাড়তে শুরু করেছে

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে সাভারের সড়কগুলোতে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরের পর থেকে চাপ বাড়তে শুরু করে। সড়কে চাপ বাড়লেও কোথাও যানজটের সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, সাভারে অবস্থিত বেশিরভাগ পোশাক কারখানা আজ দুপুরের পরে ছুটি ঘোষণা করা হয়। এরপর থেকেই যাত্রীদের চাপ বাড়তে শুরু করে।

পোশাক শ্রমিক মোর্শেদা বেগম বলেন, ‘আইজ আমাগো ফ্যাক্টরি ছুটি হইছে। গতকাল রাইতেই ব্যাগ গুছায় রাখছিলাম। দুপুরে ফ্যাক্টরি থাইকা আসি খালি কাউন্টারে আইছি। আমার স্বামী আর আমি যামু গ্যারামের (গ্রাম) বাড়ি গাইবান্ধাত। পোলাপান গুলাতো ওহানেই থাকে। কিন্তু টার্মিনালে আইসা রোদের কারণে অনেক সমস্যা হইতাছে। বসার জায়গা না পাইয়া ব্যাগ পাইতা বসছি। কিন্তু রোদে মাথা ঘুরাইতেছে। তাছাড়া আমরাতো টিকিট কাটি নাই। যে গাড়ি পামু হেইডাই উইঠা যামু।’

শাহিন মিয়া নামে আরেক শ্রমিক বলেন, ‘সবার সঙ্গে ঈদ করার জন্য বাড়ি যাচ্ছি। রংপুরের ভাড়া লোকাল বাসে ১০০০ টাকা চাচ্ছে। আর ছাদে ৩০০ থেকে ৪০০ টাকা। যার থেকে যেমন নিতে পারে। তবে এখনও তেমন যাত্রী নাই। একটু কমে যাওয়া যায় কি না সে জন্য অপেক্ষা করতেছি।’

বাইপাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর খসরু পারভেজ বলেন, ‘সার্বক্ষণিক আমরা সড়কের দায়িত্ব পালন করছি। আমাদের সঙ্গে জেলা পুলিশসহ আর্মড পুলিশ কাজ করছে। তবে সড়কে এখন পর্যন্ত কোনো যানজট নেই। যানবাহনের চাপ কিছুটা বাড়তে শুরু করেছে।’

সাভার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আব্দুস সালাম বলেন, ‘সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও যানজট নেই। আজ থার্টি পার্সেন্ট কারখানা ছুটি হয়েছে। বাকিটা আগামী রোববার হবে।’

বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি-সমঝোতা স্বাক্ষর

নিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈতকর পরিহারসহ বিভিন্ন বিষয়ে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। প্রধানমন্ত্রী...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x