এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের জেসুস

৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারেও প্রি কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। তবু নিশ্চিন্তে নেই তারা। কারণ দলের মূল স্তম্ভ নেইমারের চোট। বিশেষ করে, সম্প্রতি যে আপডেট জানা গেল ব্রাজিল ফুটবলের তরফে তাতে তো রক্ত জল হয়ে যাওয়ার কথা সকল ব্রাজিল সমর্থকদের।

সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম খেলায় পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পান নেইমার। তাঁর গোড়ালি ভয়াবহ রকমের ফুলে গিয়েছিল। ফলে সুইজারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামতে পারেননি। চিকিৎসকরা এ সময় জানিয়েছিলেন, গোটা গ্রুপ লিগে-ই পাওয়া যাবে না ব্রাজিলীয় তারকাকে।

কিন্তু এখন জানা যাচ্ছে, যতটা গুরুতর মনে করা হয়েছিল, নেইমারের চোট আরও অনেক বেশি গুরুতর। ফলে নকআউটে তাঁকে পাওয়ার সম্ভাবনা-ও অত্যন্ত ক্ষীণ। নেইমারের পা এখনও সারেনি। এখনও তাঁর গোড়ালি বেশ ফুলে রয়েছে। আর এই চোট কবে সারবে কিংবা আদৌও নকআউটের আগে সারবে কিনা, তার কোনও নিশ্চয়তা নেই। ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচের আগে ব্রাজিলীয় সংবাদমাধ্যম মারফত এমনই আপডেট ভেসে আসছে।

খুব স্বাভাবিকভাবেই বাড়ছে জল্পনা। তাহলে সার্বিয়ার বিরুদ্ধেই এই বিশ্বকাপের প্রথম ও শেষ ম্যাচটি খেলে ফেললেন নেইমার? সকল সমর্থকদের হাড় হিম হয়ে যাওয়ার জোগাড়। যতই নবাগত রিচার্লিসন থাকুন, দলের মূল স্তম্ভ আজও নেইমার জুনিয়র।

সেই তিনিই যদি বিশ্বকাপ থেকে ছিটকে যান, তবে নিঃসন্দেহে তা বিরাট ধাক্কা হতে চলেছে। যদিও ব্রাজিল দলের তরফে সরকারিভাবে নেইমারের চোট সংক্রান্ত কোনও আপডেট এখনও দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, ক্যামেরুন ম্যাচের পর এ বিষয়ে আলোকপাত করা হতে পারে।

বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি-সমঝোতা স্বাক্ষর

নিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈতকর পরিহারসহ বিভিন্ন বিষয়ে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। প্রধানমন্ত্রী...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x