কপাল খুলেছে বর্ডার হাটের ক্রেতা বিক্রেতাদের

 কুড়িগ্রাম সংবাদদাতাঃ
দীর্ঘ তিন বছর পর আজ খুলে দিয়েছে ভারত-বাংলা বর্ডার হাট। মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর জন্য দীর্ঘদিন বন্ধ ছিল এই বর্ডার হাট, ফলে কর্মহীন হয়ে পরেছিল ক্রেতা/বিক্রেতা সহ  হাটে সম্পৃক্ত লেবার কুলিরাও।
আজকে আনুষ্ঠানিকভাবে বর্ডার হাটটি খুলে দেওয়া হয়েছে। হাট খুলে দেওয়ায় খুশি দুই দেশের ক্রেতা বিক্রেতারা। কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী ও ভারতের আলম পাতি জেলার কালাইয়েরচরে যৌথভাবে এ হাটটি উদ্বোধন করা হয় ২০১১ সালে।
গত ১৫ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও ভারত দুই দেশের প্রতিনিধিরা যৌথভাবে আলোচনায় নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বর্ডার হাটটি খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়।
বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশের পক্ষে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী, উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, সদর ইউনিয়ন চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস এবং ভারতের পক্ষে দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক জি ক্ষারমাওফ্লাং, অতিরিক্ত জেলা প্রশাসক কে সাংমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতী লিনা উপস্থিত থেকে বর্ডার হাট টি আনুষ্ঠানিক ভাবে খুলে দেয়।
এছাড়াও দুই দেশের বিজিবি, বিএসএফ ও হাটের ক্রেতা বিক্রেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি-সমঝোতা স্বাক্ষর

নিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈতকর পরিহারসহ বিভিন্ন বিষয়ে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। প্রধানমন্ত্রী...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x