কিস্তির টাকা পরিশোধ না করায় হাত ভেঙে দিয়েছেন এনজিও কর্মকর্তারা

 কিস্তির টাকা পরিশোধ না করায় তার হাত ভেঙে দিয়েছেন এনজিও কর্মকর্তারা। এই ঘটনা ঘটেছে নোয়াখালীর পৌর এলাকায়। অভিযোগ উঠেছে ,এসএসএস (সোসাইটি ফর সোস্যাল সার্ভিস) নামের এক এনজিও’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকালের দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে ।হাসপাতালে চিকিৎসাধীন দিনমজুর মো. বাদশা জানান, গত বছরের আগস্ট মাসে এসএসএস এনজিও’র উজিয়ালপুর সদর শাখা থেকে ৩০ হাজার টাকা কিস্তি গ্রহণ করেন তিনি।

নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে ৮০০ টাকা করে ৪৬ কিস্তিতে মোট ৩৬ হাজার ৩০০ টাকা পরিশোধ করতে হবে। গত কয়েক মাসে কিস্তির টাকার ৮০ ভাগের বেশি টাকা পরিশোধ করেন তিনি।

মো. বাদশা আরও বলেন, বুধবার বিকালে এনজিওর শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন ও কিস্তি আদায়কারী গোলাম কিবরিয়া তার বাড়িতে আসেন। হাতে টাকা না থাকায় তাদের ঘরে বসতে বলেন তিনি।

কিছু সময় অতিবাহিত হলে উত্তেজিত হয়ে পড়েন এনজিও কর্মকর্তারা। তাদের বারবার জানানো হয় কিছু সময়ের মধ্যে টাকা দেওয়া হবে। কিন্তু তারা বির্তকে জড়িয়ে পড়েন।

দিনমজুর মো. বাদশার স্ত্রী ফাতেমা বলেন, বাকবিতর্কের একপর্যায়ে আলমগীর হঠাৎ করে বাদশাকে প্রথমে একটি থাপ্পড় মারলে পড়ে যান তিনি।

এরপর মাটি থেকে উঠতে গেলে আবার লাথি দিয়ে পুনরায় মাটিতে ফেলে দেয় কিবরিয়া। দ্বিতীয়বার পড়ে যাওয়ায় বাম হাত ভেঙে গিয়ে পা’সহ শরীরের কয়েকটি স্থানে জখম হয় বাদশার। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মাত্র ৮০০ টাকার জন্য এমন হামলার প্রতিবাদ জানিয়ে তাদের বিচারের দাবি জানিয়েছেন গ্রাাহকের স্ত্রী ফাতেমা। এ বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এসএসএস উজিয়ালপুর নোয়াখালী সদর শাখায় গিয়ে শাখা ব্যবস্থাপক আলমগীরকে অনুপস্থিত পাওয়া যায়। কিস্তি আদায়কারী গোলাম কিবরিয়া অফিসে থাকলেও এবিষয়ে কথা বলতে রাজি হননি।

মুঠোফোনে শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, ওই গ্রাহক তাদের সঙ্গে খারাপ আচারণ করায় অনাকাঙ্খিতভাবে হাতাহাতির ঘটনা ঘটেছে।

সুধরাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশের ইটভাটা মালিকদের মধ্যে হতাশা,ভাটা স্থাপন আইনের সংশোধনের দাবি

মাইনুল ইসলাম: বাংলাদেশ ইট প্রস্তুতকারী ভাটা মালিকেরা হতাশা এবং আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন। সারাদেশের ইটভাটা  মালিকেরা দুর্বিষহ বিভিন্ন প্রকার সমস্যা...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x