খুলনায় সাংবাদিক এমদাদুল হক মিলনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

খুলনার সাংবাদিক ইমদাদুল হক মিলনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা এবং জীবননাশের হুমকির প্রতিবাদে রোববার সকাল ১১ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে এলাকাবাসী জানান, গত ২৯ জুন রাত ১০ টায় আড়ংঘাটা থানার শলুয়া বাজার ব্রিজ সংলগ্ন প্রেস ক্লাবের ভিতরে ইমদাদুল হক মিলন পত্রিকায় প্রকাশের সংবাদ তৈরি করাকালীন মুখোসধারী চারজন অজ্ঞাত ব্যক্তি মিলনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে তার ডান পায়ের হাটুতে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

তারা বলে, আমরা এলাকায় মাদক বিক্রি করি, অন্যের জমি দখল করি- তাতে তোর কি? তুই আজকের পর থেকে চুপ হয়ে থাকবি তা নাহলে তোকে প্রাণে মেরে ফেলবো বলে হুমকি দেয়। তখন সন্ত্রাসীরা মিলনের হাতে থাকা একটি চারআনা ওজনের স্বর্ণের আংটি যার মূল্য অনুমান ১৮,০০০ টাকা, একটি ছয়আনা ওজনের স্বর্ণের চেইন মূল্য অনুমান ২৭,০০০ টাকা ও দুইটি সিম সহ একটি ওয়ালটন বাটন মোবাইল ফোন যার মূল্য অনুমান ১,৫০০ টাকা ও ড্রয়ারে থাকা নগদ ৪২,০০০ হাজার টাকা সর্বমোট ৮৮,হাজার ৫০০ পাঁচশত টাকা নিয়ে চলে যায়।

পরে স্থানীয় লোকজন ও মিলনের আত্মীয়-স্বজন মিলনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর মিলন জানতে পারেন, স্থানীয় রেজাউল গোলদার, সঞ্জয় মালি, তরুণ সরকার, রুবেল হাওলাদার, পরিমল রায়, জুয়েল শেখ, সবুর শেখ,মিরিন মন্ডল, সালাউদ্দিন খান-সহ অজ্ঞাত আরো ১০-১২ এ ঘটনায় জড়িত। তিনি উল্লেখিত ব্যক্তিদের নাম উল্লেখ করে স্থানীয় থানায় মামলা করলেও পুলিশ এখন ও গ্রেফতার করতে পারিনি। মানববন্ধন এ ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।

দুঃশাসন মূলোৎপাটনে জনগণ দৃঢ়প্রতিজ্ঞ: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী শাসকগোষ্ঠীকে পরাজয় বরণ করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x