ছাত্রীর প্রেমে লিঙ্গ পাল্টালেন শিক্ষিকা

ভালোবাসা মানে না কোনো বাধা-একথাই যেন প্রমাণ করলেন এক স্কুল শিক্ষিকা। ছাত্রীর প্রেমে পড়ে শেষ পর্যন্ত অবাক করা কাণ্ড ঘটিয়েছেন তিনি। জানা গেছে ছাত্রীকে পেতে নিজের লিঙ্গ পরিবর্তন করে পরে ওই ছাত্রীকে বিয়ে করেছেন তিনি। ঘটনাটি ভারতের রাজস্থানের ঘটেছে।

রোববার (৬ নভেম্বর) ওই ছাত্রীকে বিয়ে করার পর তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন থেকে জানা যায়, ভরতপুরে কল্পনা নামের এক ছাত্রীর প্রেমে পড়েন সেই শিক্ষিকা মীরা। কল্পনাকে বিয়ে করতে মীরা নিজের লিঙ্গ পাল্টে ফেলেন। শারীরিক শিক্ষা ক্লাসে কল্পনার সঙ্গে পরিচয় হয় মীরার। লিঙ্গ পাল্টে পুরুষ হওয়ার অইর মীরা নিজের নাম পাল্টে রাখেন আরভ কুন্তাল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীরা (বর্তমানে আরভ) বলেন, ‘ভালোবাসায় সবকিছু করা যায়। তাই আমি লিঙ্গ পাল্টেছি।’

তিনি আরও জানান, স্কুলের খেলার মাঠে কথোপকথনের সময় কল্পনার প্রেমে পড়েছেন। তবে তিনি সবসময় ছেলে হতে চেয়েছেন। এই ব্যাপারে তিনি বলেন, ‘আমি একটি মেয়ে হয়ে জন্মেছিলাম, কিন্তু আমি সবসময় ভাবতাম আমি একজন ছেলে। আমার লিঙ্গ পরিবর্তন করার জন্য অস্ত্রোপচার করতে চেয়েছিলাম। ২০১৯ সালের ডিসেম্বরে আমার প্রথম অস্ত্রোপচার হয়েছিল।’

এদিকে, এই বিষয়ে কথা বলেছেন কল্পনাও। তিনি জানান, দীর্ঘদিন ধরে আরভের প্রেমে পড়েছেন কল্পনা। আরভ অস্ত্রোপচার না করলেও তিনি তাকেই বিয়ে করতেন। কল্পনা বলেন, ‘শুরু থেকেই আমি তাকে ভালোবাসি। অস্ত্রোপচার না করলেও আমি তাকে বিয়ে করতাম।’ কল্পনা ও আরভের বিয়ে ভারতে অপ্রচলিত ও বিরল ঘটনা। তবে বিষয়টি তাদের বাবা-মা মেনেও নিয়েছেন। কল্পনা রাজ্য পর্যায়ে কাবাডি খেলেন। ২০২৩ সালের জানুয়ারিতে একটি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে দুবাই যাবেন বলে জানা গেছে।

সাভারে ডিবি পুলিশের  অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮

সাভারে ডাকাতির প্রস্তুতির সময় ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরিসহ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x