জমে উঠেছে গৌরীপুরের গিধাউষায় অস্থায়ী পশুর হাট

মোজাম্মেল হোসেনঃ

ঈদুল আজহার সামনে রেখে জমে উঠেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অন্তর্গত ৭নং সহনাটী ইউনিয়নের গিধাউষা মডেল বাজার সংলগ্ন অস্থায়ী পশুর হাট। বুধবার (১৪ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে গরু-ছাগলের হাট ঘুরে এমন চিত্র দেখা যায়।

তথ্যমতে, আগামী ২১ জুলাই বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সেই অনুযায়ী ঈদের আর মাত্র ছয় দিন বাকি। ঈদ ঘনিয়ে এলেও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণেগ্রামের কোরবানির পশুর হাট জমজমাট হয়ে উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এই হাটে এসেছে প্রায় দেড় হাজার গরু। হাটে পর্যাপ্ত জায়গা থাকার কারণে ক্রেতাদের দেখা যাচ্ছে একটু দূরে দূরে।

আশপাশের লোকজন গরু হাটে ঘুরতে দেখা যায়। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুজ্জামান জামাল বলছেন, মূলত তিন বছর ধরে ঈদের সাত দিন আগে এখানে পশুর হাট জমে ওঠে। এবারও তেমনটা হবে বলে তিনি আশাবাদী।

আমাদের এখানে সব ধরেনের স্বাস্থ্যবিধি মেনেই পশুর হাটের কার্যক্রম চলার জন্য বলা হয়েছে।
পশুর হাটের এক বিক্রেতা বলেন, সকাল থেকে দুইটা গরু এখানে নিয়ে আসছি। । লাল গরুটার দাম উঠছে ৯৫ হাজার টাকা। আর কালো গরুটার দাম উঠছে এক লাখ টাকা।

এখন বাজার দরের অপেক্ষায় আছি। যে দাম আসবে সেই দামে বিক্রি করবো। লাভ-ক্ষতি যাই হোক বিক্রি করে বাড়ি যাবো।

করোনা পরিস্থিতির কারণে অনেক স্থানীয় বড়-বড় ব্যাপারীরা এবার গ্রামের হাটে গরু এনেছেন। বাজার গরু-ছাগলের হাটের ইজারাদার মো.আবুল হোসেন বলেন, গৌরীপুর শহর থেকে আমাদের হাট ১২ কিলো মিটার দূরে থাকার কারণে ভরে যায় গরু-ছাগলে।

এ হাট চার উপজেলার মাঝখানে। আশা করছি, আগামী শনিবার এবং সোমবার দুপুরের পর থেকে পুরোদমে বেচা-কেনা শুরু হয়ে যাবে।

ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচুর সরবরাহ থাকলেও দাম সহনীয় পর্যায়ে রয়েছে। লক্ষ্য করা যায় কেউ কেউ আরেকটা প্রযুক্তি ব্যবহার করছেন এ হাটে। অনলাইনে কেনা যাচ্ছে গরু : প্রযুক্তি ছোঁয়া লেগেছে গরুর হাটেও।

হাটে গিয়ে যারা গরু কিনতে চান না অথবা হাট সম্পর্কে ধারণা নিতে অনেকেই বিভিন্ন ক্রয় বিক্রয়ের অনলাইন মাধ্যমে ঢু মারছেন। এ ছাড়া হাটের বিভিন্ন আকারের গরুর ছবি আপলোড করে ক্রেতাদের কাছে উপস্থাপন করা হচ্ছে অনলাইন মাধ্যমগুলো।

অনলাইনে ক্রেতা কোনো পশু কিনলে তার ঠিকানায় পৌঁছে দেওয়া হচ্ছে।

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (এফডিসি) নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x