জাদু দেখিয়েছেন লিওনেল মেসি

অনলাইন সংস্করণ:

জাদু দেখিয়েছেন লিওনেল মেসি। নাপোলির ‘এভারেস্ট’ জয়ের আশা চুপসে গেছে বার্সেলোনা অধিনায়কের পায়ের ছন্দে। রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পরও মেসির সুবাদে প্রথমার্ধেই তিন গোল করে ফেলেছিল বার্সেলোনা। বহুদিন পর অন্তত ২৫-৩০ মিনিটের জন্য বার্সেলোনার খেলায় পাওয়া গেছে দাপুটে ফুটবলের ছাপ। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচেও তাই আশা খুঁজে পাচ্ছেন বার্সেলোনা সমর্থকেরা। কিন্তু লোথার ম্যাথাউস তাঁদের আশার বেলুন ফোলাতে মানা করে দিয়েছেন।

গতকাল নাপোলির সঙ্গে প্রথমার্ধেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা। আগামী শুক্রবার তাদের প্রতিপক্ষ কারা হবে সেটা অবশ্য মার্চেই ঠিক হয়ে গিয়েছিল। না, দ্বিতীয় লেগ কাল রাতেই হয়েছে।। কিন্তু প্রথম লেগে চেলসির মাঠেই ৩-০ গোলের জয় এ ম্যাচের ভাগ্য আগেই নির্ধারণ করে রেখেছিল। কাল ৪-১ গোলের ম্যাচ শেষ করে দুই দলের পার্থক্যটা আবারও বুঝিয়ে দিয়েছে বায়ার্ন। কিংবদন্তি ম্যাথাউসের ধারণা, যে ফর্মে আছে তাঁর ক্লাব, তাতে অনায়াসে বার্সেলোনাকে হারাতে পারবে জার্মান চ্যাম্পিয়নরা।

গতকাল প্রথমার্ধে যে ধার দেখিয়েছিল বার্সেলোনা, দ্বিতীয়ার্ধে আর তা ধরে রাখতে পারেনি। অধারাবাহিক, অনেকটা ধারহীন এই বার্সার বিপক্ষে আগামী শুক্রবারের ম্যাচ নিয়ে ম্যাথাউসের পূর্বানুমান, ‘অবশ্যই বার্সেলোনার সামর্থ্য আছে নিজেদের সেরা খেলাটা খেলার। কিন্তু আমার মনে হয় এই বার্সেলোনার কাছে হারতে হলে বায়ার্নকে অনেক ভুল করতে হবে এবং অনেক কিছুই খুব বাজেভাবে করতে হবে।’
বার্সেলোনার জন্য স্বস্তির ব্যাপার হলো, এবার করোনার কারণে কোয়ার্টার ফাইনাল এক লেগেরই হচ্ছে। ধারে-ভারে পিছিয়ে থাকা দলের জন্য দুই লেগের তুলনায় এক ম্যাচে ভাগ্য নিজেদের পক্ষে আনা সহজ। ম্যাথাউসের ধারণা, এটাই বার্সেলোনার একমাত্র আশা, ‘এক লেগের ম্যাচে, অনেক কিছুই হতে পারে। একটা ভুল করলেই বাদ পড়ে যাবেন। দুই লেগে সাধারণত এসব ভুল শোধরানো যায়।’

খুলনায় ডিবি পুলিশ নিজের অপরাধ ঢাকতে সাংবাদিককে লাঞ্ছিত নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের নিকট আবেদন

খুলনায় ডিবি পুলিশ নিজের অপরাধ ঢাকতে সাংবাদিককে লাঞ্ছিত, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের নিকট আবেদন। আবেদনের তথ্য অনুযায়ী জানা...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x