ঠাকুরগাঁওয়ের খড়ের দাম এখন অস্বাভাবিক গরু খামারিদের নাভিস্বাস

 ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার প্রত্যঞ্চলে গরু খামারিদের মাথায় হাত। বর্তমানে গো-খাদ্য খড়ের দাম আকাশ ছোঁয়া, খড়ের দাম এভাবে বাড়তে থাকলে খামারিদের খামার বন্ধ করে দেয়াছাড়া আর কোন উপায় থাকবে না । সরেজমিনে বিভিন্ন হাটবাজার ও খামার ঘুরে দেখা গেছে অনেক খামারি কোন চাকরি না পেয়ে আশায় বুক বেঁধে গরুর খামার শরু করেছে ,শুরুতে ভালই চলছিল খামার গুলো কিন্তু বর্তমানে খড়সহ বিভিন্ন গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় তারা ভাবছে খামার বাদ দিয়ে অন্য পেশায় চলে যাওয়ার।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী, রানীশংকৈল, পীরগঞ্জ, হরিপুর, লাড়িহী বাজার, নেকমরদ বাজার, যাদুরানি বাজার, কাতিহার বাজার, বড় খোচাবাড়ি বাজার, গড়েয়া বাজার, রামতাথ হাট রুহিয়া বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত বছর এসময় মাঝারি আকারের ধানের আঁটি (খড়) দামছিল ২৫০ টাকা-থেকে ৩০০ টাকা পৌন বর্তমানে প্রতি পেনৈ খড় ৩৫০-টাকা থেকে ৪০০‘শ টাকায় একহাজার খড়ের দাম (৫ পাঁচ হাজার টাকা) বিক্রি হচ্ছে। অন্যদিকে ভুষি, ও দুধের দামও দ্বিগুন কেড়েছে। খড়ের দাম দ্বিগুন হওয়ায় অনেকেই খড়নাকিনেই বাড়ি ফিরছেন।

হাটে খড় কিনতে আসা গুয়াপাড়া মহল্লার গরু খামাড়ি তৈয়ব আলী জানান, ধানের খড়ের এতোদাম যে গরু পোষা দুরুহ হয়ে পড়েছে। তার তিনটি গরু অন্যদিকে কিসমত আলী পোকার দুইুট গরু বর্গা (আধি) নিয়ে লালন পালন করছেন, তার অনেক আশাছিল গরুগুলোকে একটু স্বাস্থ্যবান করে করবানি ঈদের (ঈদুল আজহা ‘র সময় বিক্রি করে বাড়তি কিছু আয় করার । বর্তমানে গরুর খাবারের যা দাম তাতে সেটা আর হচ্চ্ছেনা। এখনই গরুদুটি বিক্রি করা ছাড়া আর কোন উপায় নেই। ঘনিমহেষপুর মহল্লার গরুখামারি এনামুল হক দুই পৌন খড় কিনেছেন ৮‘শ টাকায় তিনি জানান, দাম আর যাই হোক, তার খমারে ৫/৬ টি গরু খাবার তাকে কিনতেই হবে। তানাহলে গরুগুলো বাঁচানো যাবেনা ।

অন্য খামারি আসাননগর গ্রামের রিপন সরকার জানান , গত বছর বন্যার কারণে ধানক্ষেত ব্যাপক ক্ষতি হওয়ায় এবার ধানের খড়ের দাম এত দাম দিয়ে আমাকে কিনতে হচ্ছে।

বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি-সমঝোতা স্বাক্ষর

নিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈতকর পরিহারসহ বিভিন্ন বিষয়ে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। প্রধানমন্ত্রী...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x