বিশ্বকাপে এবার জয়ের খাতা খুলতে চায় বাংলাদেশ

টানা চতুর্থবার আইসিসি নারী টি-২০ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। তিনবারই বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ বাছাই পর্বের চ্যালেঞ্জ উতরে। বলা বাহুল্য, গত দুই আসরে কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ নারী দল। তাই তো বাছাই পর্ব খেলতে হয়েছে।অস্ট্রেলিয়ায় আগামী মাসে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এই আসরে ২-১টি ম্যাচ জেতার টার্গেট ঠিক করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। জয়ের খাতা খোলার মাধ্যমে বাছাই পর্ব খেলার ধাক্কাও পেছনে ফেলতে চায় সালমা খাতুনের দল। গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ফটোসেশনের পর এমন আশাবাদই ব্যক্ত করেছেন দলের অধিনায়ক সালমা।

আগামী ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনালে। ৩ ফেব্রুয়ারি ব্রিসবেন পৌঁছেই গোল্ড কোস্টে চলে যাবেন সালমা-জাহানারা আলমরা। সেখানে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প হবে। যার মধ্যে ৭, ১০ ও ১২ ফেব্রুয়ারি তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আইসিসির নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচে ১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ড ও ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপের মূল লড়াইয়ে ২৪ ফেব্রুয়ারি পার্থে ভারত, ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড ও ২ মার্চ মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।বিশ্বকাপে এবার জয়ের খাতা খুলতে চায় বাংলাদেশ। গতকাল সালমা খাতুন বলেছেন, ‘অবশ্যই আমরা তো সবাই আশা করে যাই যে ভালো ক্রিকেটে খেলবো। একটা দুইটা ম্যাচ জিতবো। সেটা সবার মধ্যেই থাকে, এবারও আশা করছি যে আমরা একটা-দুটো ম্যাচ জিতবো। এই আশা নিয়েই আমরা যাচ্ছি বিশ্বকাপে।’তবে সালমাদের মূল মিশন বাছাই পর্ব এড়ানোটা নিশ্চিত করা। গতকাল বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘মিশন থাকবে যেন পরের বিশ্বকাপে খেলতে ওয়ার্ল্ড কাপ কোয়লিফাই না করতে হয় সেই মিশন নিয়েই যাচ্ছি।’প্রায় দেড় যুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে খেলছেন অভিজ্ঞ সালমা।

ব্যাটিংয়ে রান কমেছে তার, বোলিংটা এখনও ঠিকঠাক করছেন এই অলরাউন্ডার। এবারও নেতৃত্বের ভার কাঁধে। তবে এই আসরই নিজের শেষ বিশ্বকাপ ভাবছেন না তিনি। সালমা বলেছেন, ‘আসলে ঐ রকম ভাবে এখনো চিন্তা করিনি যে এটা আমার শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের পরই আমি চিন্তা-ভাবনা করব।’ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রুমানা আহমেদ। অভিজ্ঞ এই অলরাউন্ডার দলের সহ-অধিনায়কও। তার চাওয়া সেরা ক্রিকেট খেলা। রুমানা গতকাল বলেছেন, ‘অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে আমরা এর আগে খেলিনি। ভারতের বিপক্ষে পরপর জিতলেও শ্রীলঙ্কার সঙ্গেও আমরা আশা করি ভালো কিছু করতে পারব। আমরা চাইব যে আমাদের সেরাটা দিতে ও ভালো খেলতে।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও আশা করছেন, এই নারী দল ভবিষ্যতে আরো সাফল্য এনে দিবে। গতকাল নারী দলের সঙ্গে ফটোসেশনের পর তিনি বলেছেন, ‘আমরা বিশ্বকাপের সাত দিন আগে সেখানে চলে যাচ্ছি প্লেয়ারদের অনুশীলনের ব্যবস্থা করার জন্য। একটা জিনিস আমি মনে-প্রাণে বিশ্বাস করি, আমাদের এই নারী দল সামনে আরো অনেক সাফল্য এনে দেবে।’

 

আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ যুবকের বিরুদ্ধে

এক সন্তানের জননী ডিভোর্স প্রাপ্ত নারীর সঙ্গে আঠারো বছর বয়সী এক যুবকের একাধিকবার শারিরীক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x