বেলজিয়ামকে হারিয়ে ইতিহাস গড়লো মরক্কো

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বেলজিয়াম এবং মরক্কো। রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যে ৭ টায় আল থুমামা স্টেডিয়ামে মাঠে নামে দু’দল। ম্যাচে অঘটন ঘটিয়ে ২-০ গোলের জয় পায় আফ্রিকান জায়ান্ট মরক্কো।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে যায় মরক্কো। ডান দিক থেকে বল নিয়ে গিয়ে ক্রস করেন হাকিম জিয়েজ। তবে তা ধরা পরে বেলজিয়ামের গোলরক্ষক কোর্তোয়ার গ্লোভসে। ম্যাচের ৫ মিনিটে ডান বাম দিক থেকে বাড়ানো বলে গোলমুখে শট করেন মিচি বাথসুয়াই। তবে তা দারুন সেভে দলকে রক্কাহ করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। এর পরেই পর পর দুইটি কর্নার আদায় করে বেলজিয়াম। ম্যাচের ১১ মিনিটে ডি বক্সের সামান্য বাইরে ডি ব্রুইনকে ফাউল করার কারণে ফ্রি কিক পায় বেলজিয়াম। তবে সেই ফ্রি কিক থেকে সুবিধা করতে পারেনি বেলজিয়াম।

একের পর এক আক্রমণে মরক্কো রক্ষণভাগকে ব্যস্ত রাখে বেলজিয়াম। ম্যাচের ১৯ মিনিটে ডি বক্সের বাইর থেকে শট করেন মিচি বাথসুয়াই। কিন্তু তা সহজেই নিজের গ্লোভসে নেন ইয়াসিন বোনো। ম্যাচের অতিরিক্ত সময়ে পাওয়া ফ্রি কিক থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান হাকিম জিয়েজ। কিন্তু তা অফ সাইডে তা গোল বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত গোল না হলে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় বেলজিয়াম ও মরক্কো।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে বেলজিয়ামের হয়ে আক্রমণ রচনা করেন ইডেন হ্যাজার্ড। তবে তা থেকে গোল করতে পারেনি কেউ। ৭০ মিনিটে দুজন খেলোয়াড় পরিবর্তন করে ম্যাচের রূপরেখা পাল্টে দেন মরক্কোর কোচ। ৭৩ মিনিটে কোণঠাসা বেলজিয়ামের জালে বল জড়ান মরক্কোর সাবিরি। ওই গোলেই ভাগ্য সুপ্রসন্ন হয় আফ্রিকান জায়ান্টদের। তবে এখানেই শেষ নয় ৯০ মিনিটের পর আরও একটি গোল দেয় মরক্কো। জাকারিয়ার গোলে জয় নিশ্চিত করে দলটি।

রৌমারীতে সিএসডিকে নির্বাহী পরিচালক হানিফের বিরুদ্ধে থানায় অভিযোগ

রৌমারীর সিএসডিকে নির্বাহী পরিচালক আবু হানিফ মাষ্টারের (৫০) নামে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। এ ব্যপারে গত ২৩ এপ্রিল রৌমারী থানায়...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x