ভাংগা থানায় ডাকাত সহ মালামাল উদ্ধার আটক ১০

ডেস্ক নিউজঃ

ভাংগা থানাধীন হামিরদী এলাকায় ২(দুই)টি ডাকাতির ঘটনায় ১০ জন ডাকাত আটক করা হয় এবং ডাকাতির মালামাল উদ্ধার করে ভাংগা থানা পুলিশ। হামিরদী এলাকায় ডাকাতির ঘটনায়, ঢাকা-মাদারীপুর-ফরিদপুর এলাকায় অভিযান চলিয়ে ডাকাতিতে লুন্ঠিত স্বর্ন অলংকার,নগদ টাকা,মোবাইল ফোন,ল্যাপটপ সহ ডাকাতির কাজে ব্যবহৃত পিস্তল,৪(চার) রাউন্ড গুলি সহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করে পুলিশ।

কর্মরত পুলিশ সূত্রে জানা যায়, আটক ১০(দশ) জন ডাকাতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে,তালিকা প্রকাশ ভাংগা থানার ফেসবুক পেইজে।ডাকাতি মামলা নং-১৮,ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড আসামীরা হল, ১) ইসলাম মোল্লা [৫২] পিতাÑমোঃ আবু মোল্লা,সাং-ধানজাইল,২)বেলায়েত শেখ [৩৫],পিতা-সেকেন্দার শেখ,সাং-পদ্মাবিল,আসামী দুই জনের থানাই কাশিয়ানী। ৩)ফরিদ খা [৪৭],পিতা-রহমান খা,সাং-মাটলা,আসামীর থানা গোপালগঞ্জ সদর। ৪) সুজন সরদার [৩৯],পিতা মৃত: কানাই সরদার,সাং-বাররা,আসামীর থানাঃ ভাংগা, ৫)ওবাইদুর [২৬],পিতা: ছত্তার মাতুব্বর,সাং-ভলিভদ্রদী,থানা: সালথা,উভয়ের জেলা ফরিদপুর।২৫/১২/২০২০ইং দ্বিতীয় মামলা ভাংগা থানা,মামলা নং-২৪/২৯৮ ধারা-দি আর্মস এ্যাক্ট ১৮৭৮ এর ১৯এ আসামী করা হয়, ১)শহিদুল শেখ [৩৫],পিতা মৃত: সেকেন শেখ,সাং-চর বাহারা,খানা-

মকসুদপুর,জেলা:গোপালগঞ্জ (বর্তমানে সিডিখান ঢাকিকান্দি বাদল মোল্লার বাড়ির ভারাটিয়া,থানা কালকিনি,জেলা:মাদারীপুর)।আরও আসামীর তালিকা প্রকাশ থানার ফেসবুক পেইজে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

সাভার উপজেলা পরিষদের নির্বাচনে ১১জন প্রার্থী, গণসংযোগে রাজিব

মাইনুল ইসলাম: সাভার উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণা ইতিমধ্যে জমে উঠেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x