মানিকগঞ্জে মামলাবাজ নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মানিকগঞ্জের সিঙ্গাইরে সাজেদা আক্তার নামে সুদ কারবারি, মামলাবাজ এক নারীর মিথ্যা মামলা থেকে বাঁচতে এবং তার শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার মানিকনগর-সিরাজপুর সড়কের চকপাল পাড়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় বাসিন্দারা। মামলাবাজ নারী ওই এলাকার মৃত সফিজুদ্দিনের মেয়ে।

গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মাববন্ধনে বক্তব্যদেন, ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মাসুদুর রহমান, রমজান আলী, তারেক কবিরাজ, জালাল ফকির, আলাউদ্দিন, সামসুদিদ্দীন, কামাল হোসেন, দ্বীন ইসলাম, খবির উদ্দিন ও আলম মিয়া।

বক্তারা বলেন, উপজেলার চান্দহর ইউনিয়নের চকপাল পাড়া গ্রামের সুদ কারবারি সাজেদা আক্তার সাদা স্ট্যাম্প ও খালি চেক জিম্মা রেখে চড়া সুদে মানুষকে ঋণ দেন। অনেক সহজ সরল মনুষ সুদ-আসল পরিশোদ করার পরও কৌশলে তাদের স্ট্যাম্প ও খালি চেক নিজের কাছে রেখে দেয় সাজেদা। পরে সুযোগ বুঝে স্ট্যাম্প ও খালি চেকে ইচ্ছা মতো টাকার পরিমান বসিয়ে আদালতে চেক প্রতারণার মামলা ঠুকে দেন তিনি। এপর্যন্ত অর্ধশত গ্রামবাসীর বিরুদ্ধে চেক প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৩০টি মিথ্যা মামলা করেছেন সাজেদা আক্তার। এর মধ্যে অনেকেই জেল জুলুম ও জরিমানার শিকার হয়ে নি:শ্ব হয়ে গেছে। সুদ কারবাড়ি সাজেদা আক্তারের মিথ্যা মামলা প্রত্যাহার ও তার শাস্তির দাবি জানান তারা।

এসময় শান্তিপুর চকপাল পাড়া ও আশপাশের এলাকার ভুক্তভোগী কয়েকশত নারী-পুরুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশের ইটভাটা মালিকদের মধ্যে হতাশা,ভাটা স্থাপন আইনের সংশোধনের দাবি

মাইনুল ইসলাম: বাংলাদেশ ইট প্রস্তুতকারী ভাটা মালিকেরা হতাশা এবং আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন। সারাদেশের ইটভাটা  মালিকেরা দুর্বিষহ বিভিন্ন প্রকার সমস্যা...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x