লিমা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে উত্তপ্ত গাইবান্ধা

 গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জের ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী লিমা আক্তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ সহ দফায় দফায় মানববন্ধন করে আসছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

এরই ধারাবাহিকতায় বুধবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের ডিবি রোডে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তাব্য রাখেন, নারী মুক্তি আন্দোলনের সদস্য সচিব নিলুফার ইয়াসমিন শিল্পী, শোভাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবদুল্লাহ আল মামুন, নিহত লিমার বাবা আব্দুল লতিফ, বড় ভাই লিমন মিয়া, ছোট ভাই লিটু মিয়া, কামরুল ইসলাম, আহসান হাবীব, রিমা আক্তার,পলি বর্মন, আব্দুল আহাদ, শাহাদাৎ হোসেন সিপার, মোস্তাফিজুর রহমান লাভলু, হিমুন দেব বিশ্বসহ অনেকে।

বক্তারা বলেন, প্রায় একমাস অতিবাহিত হয়েছে। হত্যাকাণ্ডের অন্যতম আসামি শাকিল ও তার মামা সোলায়মান আলীকে গ্রেফতার করা হলেও হত্যাকাণ্ডের সাথে জড়িত গুরুত্বপূর্ণ আসামি হাফিজুর রহমান, হৃদয় মিয়া, শাকিলের বাবা শহিদুল ইসলাম সহ অন্যান্যদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই আসামিরা গ্রেফতার না হওয়ায় ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এজাহারভুক্ত বাকি আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর লিমা স্থানীয় একটি কোচিং সেন্টারে যাওয়ার পথে স্থানীয় বখাটে শাকিলসহ তার বাহিনী লিমাকে অপহরণ করে নিয়ে যায়। পরে ১০ অক্টোবর চট্টগ্রাম ইপিজেড এলাকায় শাকিলের মামা সোলায়মান আলীর ভাড়া বাসা থেকে লিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাভার উপজেলা পরিষদের নির্বাচনে ১১জন প্রার্থী, গণসংযোগে রাজিব

মাইনুল ইসলাম: সাভার উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণা ইতিমধ্যে জমে উঠেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x