শাবিতে ‘অবিদ্যা’র আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত

শাবি সংবাদদাতা: বাংলা ভাষাচর্চায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রভাবটাই মুখ্য নাকি এটা আদতে ঔপনিবেশিক মানসিকতার প্রভাব, এমন তর্ক জারি রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক গবেষণাধর্মী পত্রিকা ‘অবিদ্যা’র আয়োজনে বিশ্বাবদ্যালয়ের ‘একাডেমিক ভবন-বি’ এর ৩০৪ নম্বর কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সন্ধ্যায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলাম। বক্তব্য তিনি, বাংলা ভাষা চর্চায় ফোর্ট উইলিয়াম কলেজের অবস্থান এবং ভাষার সাথে কার্ল মার্কসের উৎপাদন ব্যবস্থার সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এছাড়া ভাষার ইতিহাসের সাথে ভাষাভাষী মানুষের ইতিহাসের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগটির অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাশ, বাংলা বিভাগের অধ্যাপক ফারজানা সিদ্দীকা, সহযোগী অধ্যাপক ড. মো. জফির উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আল আমিন রাব্বী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সরকারী বৃন্দাবন দাশ কলেজের তানসেন আমিন এবং ডা. বীরেন্দ্রচন্দ্র দেব। অনুষ্ঠান শেষে ‘অবিদ্যা’র পক্ষ থেকে মো. মনিরুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মিতুকে আমার ছেলে খুন করেছে, তাকে আপনি মাফ করে দিন

মেয়ে মাহমুদা খানম মিতুকে খুনের জন্য জামাতা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে দায়ী করেছেন মিতুর মা শাহেদা মোশাররফ। তিনি বলেন,...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x