সারা দেশের ইট ভাটা মালীকদের করুন অবস্থা আর্থিক ক্ষতির শির্ষে ভাটা মালীকেরা

দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রয়োজনে ইটের চাহিদা অপরিহার্য তাই এই বিপুল চাহিদা মেটাতে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ছোট বড় ইটের ভাটা। আর এসব ইট ভাটা হতে সরকারের রাজস্ব আয় হচ্ছে কোটি কোটি টাকা। ইট ভাটা মালীকেরা বলেন অত্যান্ত পরিতাপের বিষয় হলো বিভিন্ন কারনে অন্যাঅন্য বছরের তুলনায় এ বছরে ইট শিল্পের যে চরম অবনতি ও বিপুল পরিমান আর্থিক ক্ষতি হয়েছে যা ভাটা মালীকদের পুষিয়ে উঠতে খুবই মুসকিল হয়ে দাঁড়িয়েছে। যে কারনে অনেক ভাটা সিজন শেষ হওয়ার আগেই বন্ধ হয়েগেছে এবং এটা আমাদের জন্য মারাত্মক হুমকি স্বরুপ হয়েদাড়িয়েছে। লোকসানের হার আঁকাশ ছোয়ায়,পরিনত হয়েছে যার ফলে ইট ভাটা মালীক পক্ষ নিশ্ব হয়ে পথে বসার উপক্রম হয়ে গেছে। KBS ইট ভাটা মাালীক মোঃ আবুুুল কাশেম বলেন যে ইট তৈরি করার জন্য শ্রমিক আনতে হয় দেশের বিভিন্ন জেলা থেকে। এবং তাদের সরদার দের মাধ্যমে দিতে হয় দাদন নামক লক্ষলক্ষ টাকা। এই দাদন নিয়ে অনেক সরদার ভাটায় একেবারেই ওঠেনা আবার অনেকে উঠলেও অন্নত্র পালিয়ে যায় এতে পড়ে যায়, ভাটা মালীক গন ভিষন বিপাকে। এবং সিন্ডিকেটে কয়লার দাম বেড়ে যাওয়ায় পড়তে হয় আরো বিপাকে। অপরদিকে দফায় দফায় বৈরি আবহাওয়ায় কাঁচা ইটের ধস নামে। কুুুয়াশায় কাাঁচা ইট নষ্ট হয় এবং ইট তৈরির পটগুলো ইট তৈরির অনউপযোগি হওয়ায় ইট তৈরি করার জন্য ওই স্পটগুলো কাজের উপযোগী করে গড়ে তুলতে দ্বিগুণ খরচ করতে হয় বলে জানান।ইট ভাটা মালীক জনাব কাদের শিকদার বলেন বিভিন্ন খাতে খরচ করে ইটের তৈরি মুল্যের তুলনায় বিক্রয় মুল্য অনেক কম এবং আশানুরূপ ইট বিক্রয় না হওয়ায় আমদের ইট ভাটা গুলোয় ইটের পাহাড়ে পরিনত হয়েছে। অধিকাংশ ইট ভাটা গুলো পার্টনারশিপ নিয়ে বিভিন্ন ব্যাংক সহ মানুষের নিকট থেকে চড়া লাভের উপর কেউবা জমি বিক্রয় করে ইট ভাটায় খাটিয়ে দেউলিয়া হয়েগেছে। ইট ভাটা মালীকদের দাবী আমাদের ইটভাটা শিল্পের উপরে প্রতিবছর লক্ষলক্ষ টাকা ভ্যাট ট্রাক্স দিচ্ছি অতছ এতদা সত্বেও বিভিন্ন অনিয়ম দেখিয়ে জরিমানা করছে লক্ষলক্ষ টাকা। এবং দিচ্ছেনা আমাদের পূর্নঙ্গ ছাড়পত্র নিয়ম অনুুুযায়ি কাাগছ পত্র করার জন্য আবেদন করলেও গড়িমসি করে দিচ্ছেন না পুর্নাঙ্গ কাগছপত্র যে কারনে ভাটা মালীকগন হচ্ছে অনেক হয়রানির শিকার । অতচ ভাটা থেকে মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধর্মিও প্রতিষ্ঠানে দিয়ে যায় তারা বিভিন্ন অনুদান সরকারের জাতীয় প্রগ্রামেও দিয়ে জায় তারা অনেক অনুদান অসুস্থ রুগিদের কে কন্যাদায় গ্রস্থদেরকে প্রতিবন্ধীদের সহ সকল জায়গায় দিয়ে যায় তারা বিভিন্ন ভাবে সহযোগিতা। জনাব মোঃ কাদের শিকদার ও ভাওয়াল মির্জাপুরের খায়রুল শিকদার সহ ইট ভাটা মালীকদের দাবী মাননীয় সরকার যেনো ইট শিল্পের উপরে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। এবং পরিপুর্ন নিয়ম নীতির মধ্যে আনতে আমাদের সহযোগিতা করেন। তবেই ইটভাটা মালীকেরা সকল বাধা অতিক্রম করে এবং সিন্ডিকেটের কবল থেকে রক্ষা পেয়ে লোকসানের হার কমিয়ে ব্যাংক ঋন সহ চড়া সুুদের টাকা পরিষোধ সহ সরকারের রাজস্ব কোটি কোটি টাকা আদায় করে দিতে সক্ষম হবে। গাজীপুর টাংগাইল মানিকগঞ্জ ঢাকা জেলায় অগনিত ইট ভাটা রয়েছে যার 95 ভাগ ভাটা মালীকগন এবছর আছেন লোকসান আতঙ্কে। এবং লোকসানের ঘানি টানছে কোটি কোটি টাকা। মানিকগন্জ জেলার বালিয়ার ট্যাক বাঘিয়ার (M.S.B ব্রিকস) (AHM) (M.S.B (2) ব্রিকস) নাগরার (AMENE ব্রিকস) (B.R.C ব্রিকস) ((মহিদ MOHED ব্রিকস) মির কাাাশেম স্কুল (AkOTA ) (AAC)ব্রিকস) পার্শেই আছেন (এ মি AMNE নি ব্রিকস)(G. B. C ব্রিকস ) (R O Z I N A) রোজিনা ( Ruma) ব্রিকস) (হক ব্রিকস) মিতরায় আছেন (ডায়না ব্রিকস) (A.R. C) ব্রিকস ( A. A. C) ( PBC) MMC (খোলা পাড়া AMB)( MS B) ( (M.M.B) (KTB.)( zAd.) (A.M.B)( H.R.B)(M.A.A.) (M.i.B.) (M.M.B.) (J. H.NSAN) জাইল্লা জামির্ত্তা (S.B.C ) ( MAA)( j STAR) ( ZAB)( SARK)( SMB ) (M.A.B) (MACO) জার্মিত্তা (DMC) ( TSB) ( GHB)( A R C ) বাগবানিয়া চালতেপাড়া( HANIF)( SAN) সোনাডাঙ্গা (MVM) ( MOLLA) ঢালিপাড়া চকচন্দ্রহর( PATAN)( NAN)( H B C)( SUC)( REP) মানিকনগর (MONIR ) (RKS) (MOLLA) বালিয়া ঘাটা (PATAN) কান্দাপাড়া( MMB) কোট্রা নয়াপাড়া (MKH ) খোদ্দখোলা ( KBM) আতকোড়া( MTB)( MB C ) কোয়াট্রা (SMB ) ভাটারা( MRB) বালুঘাট (MIB) নয়াডিঙ্গী JBC) কৈট্রা (SMB) চালতে পাড়া চকবাড়ি( HM) চক চাালপাড়া চন্দ্রহর (SAN) নয়াকান্দি( MS ) ব্রুন্ডি (HBM ) (M& S) মিতরা (ARC) (SBC ) প্রপাইটর রবিউল করিম ।। টাংগাইলের (P M)( পদ্দা) (SKF) (SURMA) ( DEWAN) (AR) (NRM) ( SUN) (RUB)( RBC) (SHB) (SMB২) ( NST) ( FBC) ( DBM) (SBC) ( SMB) (SBM) ( HBC)( SBC) (SAB) (SUN) ( HAB) ( KUB)( SBM) ( AMB) (KUB) ( SUN) (MMB)( KBM)( (MS DISHA)( MBC) (ARB)( RBA) (RSB)(বুশরা) (MRB) ( MMA) (RAJU)(jBC) RRB) ( JSM) ( যমুুুুনা) (NBM) (NATNAL) ( STONG) ( RMB) (JSM) (KBC) ( BAB) ( BMB) ( K B C) ( HBB)( AMB) ( KUB) (HBM) (SBM) (SBC) (HBB) (ABC) (LBM) ( AMB) ( SBMC)( SBM) (KAB) (SUN) (SBMC) ( DAB) (NAB)( ATB) (BBM)( DAB) (HAKIM) (KBM) (ARB)( MBL) ( iBL) (STB) ( ABC)( HA kiM)( FFB) (MRB)( SDB) (NAB)( RS) (ASA) (ALOM) (BRB) (BSB) (BSM) ( HQB) (HAB)( KAB) (JSB) (ABM) (UBM) (SUN) (KSB) (MRB) (JSB) ( MHB) ( ABM) (SBM) (SAB) (DBM) (SBC) ( ABM) (HBC)পাথর ঘাটার…… গাজিপূর (RRB) (KUB)( MOON) (STAR)( SUN)( KMB)( EBi) (MNB) ( JBC) ভাওয়াল মির্জাপুর ও ধামরাই ( ALOM) ( ASA) ( kBC) (BMB) (BAB)( KBC) ( RMB) (NATNAL) ( NBM) ( MRB) ( AMB) ( MA B) (ABC) ( RANA) ( STAR) ( RCR) ( PBC) ( BALAKA) (MMB) (ZBC) ( KTB) ( 3 STAR) (RX) (MSB) ( SONY) ( MBC) /(MLE) (MODNA) (MRB) ( RKF) ( NBRN) (KBC) (PBC) (7STAR) (RX) (NBM) (NBM) ( MiR) (Mohammad) (PRiNkA) ( MiB) (MBM) ( MAB) (HEMAL) ( MiR) (SHAJAN) ( NANA) ( DADU DADA) ( MAM) ( NUR) ( AkHi (APON) (JBON) (JONAB) ( JONAKi) (TAPOSH)( TALUKDAR) ( ALAMIN) (MAH) (MUKTAR) (MOJNU) (SUN) ( SONY) (CHAD) (CONDRA) (PANNA) (PAKHi) (PARUL) ( MANiK) (BABU) (TAMANNA) ইট ভাটা k BC (BAB ) (RRB)(SAN) (Hanif) (ZAB) (MVM)( NAN) SYE) REP (FAHAD) GBC (MSB) MRM (MiB) PBC (MBH)AMC ( MRG) HSB ( OAB) JBC (KBS) এসমস্থ মালীকদের চোঁখের ঘুমকে হারম করেদিয়েছে তবুও লোকসানের বোঝা মাথায় নিয়ে মাননীয় সরকার মহোদয়ের মুখের দিকে তাকিয়ে দিন গুনছে ইটভাটা মালীকগন। মাননীয় সরকার মহোদয় যদি ইট শিল্পের দিকে একটু মেহরবানী করে সুনজরে খেয়াল করেন। তাহলে লোকসানের হার কমিয়ে ব্যাংক ঋন পরিষোধ করে মানবেতর জীবন জাপন থেকে পরিত্রান পাবে বলে দৃড় প্রত্যাশা ভাটা মালীকদের।

 

আকরম হোসেন 

মিতুকে আমার ছেলে খুন করেছে, তাকে আপনি মাফ করে দিন

মেয়ে মাহমুদা খানম মিতুকে খুনের জন্য জামাতা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে দায়ী করেছেন মিতুর মা শাহেদা মোশাররফ। তিনি বলেন,...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x