৬৫ বছর বয়সীবৃদ্ধ ১৩ বছরের কিশোরীকে বিয়ে করা সেই বৃদ্ধ গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ

কিশোরীকে বিয়ে করা সেই বৃদ্ধ বর রিক্সাচালক সামছুল হককে গ্রেপ্তার করেছে কুমিল্লার লালমাই থানা পুলিশ। এ সময় সামছুল হকের সাথে থাকা ওই কিশোরীকেও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হরিশ্চরস্থ একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করে লালমাই থানা পুলিশ।ভিকটিমের পরিবার ও স্থানীয়রা জানায়, লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পেরুল গ্রামের ইমান হোসেন ঢাকায় চাকরি করেন। সে কারনে গ্রামে তার মেয়েকে স্কুলে আনা-নেওয়া ও পরিবারের দেখভাল করার জন্য কেয়ারটেকার রাখেন একই গ্রামের রিক্সা চালক সামছল হককে।

সে সুবাধে ইমান হোসেনের ২য় মেয়ে (১৩) ৮ম শ্রেণির ছাত্রী মরিউমকে রিক্সায় নিয়মিত স্কুলে আনা নেওয়া করতেন সামছুল হক। একপর্যায়ে রিক্সাচালক ৬৫ বছর বয়সী সামছুল হক কৌশলে প্রেমের ফাঁদে পেলেন ওই স্কুল ছাত্রীকে। ওই ছাত্রীর মাকে মেয়ে ডেকে বিভিন্ন অজুহাতে প্রায়ই তিনি ওই বাড়ীতে রাত্রীযাপন করতেন। এ নিয়ে স্থানীয়রা আপত্তি করলে, তিনি প্রাপ্ত বয়স হলে কিশোরী ছাত্রীর সঙ্গে মনির নামে তার নিজ ছেলের বিয়ে দেয়ার কথা বলে প্রচার করেন।

কিন্তু গত ১০ মে রবিবার ৬০ বছরের সামছুল হক সবাইকে হতবাক করে বছরের ১৩ কিশোরীকে নিয়ে উধাও হয়ে যান। এনিয়ে স্থানীয়দের প্রতিবাদের প্রেক্ষিতে ১১ মে সোমবার পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান সামছুল হক ও কিশোরীকে ইউপি কার্যালয়ে হাজির করে বিস্তারিত জানতে চান।

রাণীশংকৈলে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর মেলার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা -২০২৪ খিস্টাব্দের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৮এপ্রিল) সকালে কেন্দ্রীয় স্কুল মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x