আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় অচেতন হয়ে রক্তাক্ত অবস্থায় পরে থাকায় পুলিশ  উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন

আশুলিয়ায় জলিল (৪৫) নামের এক ব্যক্তি সড়ক দূর্ঘটনায় অচেতন হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে ছিলো। এ সময় তার পাশ দিয়ে অনেক পথচারী আসা-যাওয়া করলেও উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার (৪জুন) দুপুর ১২টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের মরাগাং বেড়িবাঁধ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এরআগে, বৃহস্পতিবার (৩জুন) রাতের কোনো এক সময় সে সড়ক দূর্ঘটনায় আহত হয়।

পুলিশ জানায়, আশুলিয়ার মরাগাং বেড়িবাঁধ এলাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় এক ব্যাক্তি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

সে খানে তার চিকিৎসা চলছে। সে রাতের কোনো এক সময় সড়ক দূর্ঘটনায় আহতে হয়ে অচেতন অবস্থায় সেখানে পড়ে ছিলো বলে জানায় স্থানীয়রা। সে তার নাম ছাড়া কিছু বলতে পারে  না।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির সংবাদিকদের  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব অর্থায়নে তার জন্য ওষুধ কিনে দিয়েছি। তার চিকিৎসা সেবা চলছে। সেই সাথে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

দুঃশাসন মূলোৎপাটনে জনগণ দৃঢ়প্রতিজ্ঞ: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী শাসকগোষ্ঠীকে পরাজয় বরণ করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x