প্রধানমন্ত্রীর ডাকে দেশ থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে: মোজাম্মেল হক

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেছেন, ‘নিজের দলের ভেতরে যারা ঘাপটি মেরে থেকে দুর্বৃত্তায়ন করছেন তাদের বিরুদ্ধে একশনে নেমেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা দৃশ্যমান হয়েছে ইতোমধ্যে। যারা দলকে ব্যবহার করে অবৈধভাবে বিত্ত বৈভবের মালিক হয়েছেন এমনকি যারা দলের ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে চলমান এই অভিযানে কেউ বাদ পড়বেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করুন। তার এই ডাকে ঐক্যবদ্ধ হবে সবাইকে শামিল হতে হবে। দেশ থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার এই উদ্যোগ বিশ্বের কাছে প্রশংসিত হলেও বিএনপি তাকে অভিনন্দন জানাচ্ছে না। তারা প্রশংসা করছে না। উল্টো সমালোচনায় লিপ্ত হয়েছে তারা।’

রবিবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।বি এম মোজাম্মেল বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন। এই সংগঠনে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, তবে কোনো প্রতিহিংসা থাকবে না। ভয় ভীতি বা অর্থের লোভ দিয়ে নয় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান যে অভিযান অভিযান সারা বাংলাদেশেই চলবে। শেখ হাসিনার ডাক থেকে দেশ থেকে দুর্বৃত্তায়নের রাজনীতি দূর করতে হবে।

সম্মেলনের প্রথম অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া। সকালে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।

সম্মেলনে আমন্ত্রীত অতিথি হিসেবে নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সাবেক সাংসদ জোনাব আলী এবং বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক মমতাজুল হক বক্তব্য দেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সমঝোতার মাধ্যমে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন নীলফামারী সদর উপজেলার সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবুজার রহমান, সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হন মাহফুজার রহমান শাহ, ধারণ সম্পাদক পদে নির্বাচিত হন নীলফামারী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আবুল কাশেম।

যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের আহ্বান ডা. শফিকুর রহমানের

পতিত স্বৈরাচারের দেশি-বিদেশি দোসররা আবারও দেশকে নানা কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x