কারিগরি ত্রুটির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল স্থগিত করা হয়েছে।এর আগে রবিবার দুপুরে ঢাবির উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করেন।‘ক’ ইউনিটের প্রকাশিত ফলে এবার ১৩.০৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিলেন। গত ২০ সেপ্টেম্বর ‘ক’ ইউনিটের পরীক্ষা হয়েছিল।ফল ঘোষণার পরই গণিত অংশের ফল নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিভাবকরা। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার কিছু সময় পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফল স্থগিতের ঘোষণা দেন।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন