আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ার ভাদাইল দক্ষিণ পাড়া এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ভাদাইল দক্ষিণ পাড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা সড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আশুলিয়া থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোঃ মিরাজ হোসেন জানায়, পূর্ব শত্রুতার জেরে ওই যুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হতে পারে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।