নিজস্ব প্রতিনিধিঃ
সারাদেশে লবণ নিয়ে গুজব ঠেকাতে গাজীপুরেরর মহানগরের কাশিমপুর থানা পুলিশের নানামুখি উদ্যোগ। মাইকিং করে জন সচেতনতা বৃদ্ধি ও তৎক্ষণিকভাবে থানায় যোগাযোগের জন্য পরিসেবা চালু করলো কাশিমপুর থানা কতৃপক্ষ।
সামাজিক যোগাযোগ মাধ্যেমে প্রেরিত এক বার্তায় থানা পক্ষ থেকে বলা হয়
“প্রিয় কাশিমপুর বাসী আপনাদের সদয় অবগতির জন্য ইদানিংকালে লক্ষ করা যাচ্ছে সারাদেশে লবনের মুল্য বৃদ্ধির গুজব উঠেছে। বাংলাদেশে লবন পর্যাপ্ত পরিমানে মজুদ রয়েছে। তাই কেহ মুল্য বৃদ্ধির গুজবে কান দিবেন না। কেউ অধিক মুল্যে লবন ক্রয়-বিক্রয় করিলে কাশিমপুর থানা পুলিশকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন কাশিমপুর থানা পুলিশ। প্রচারেঃ অফিসার ইনচার্জ, জনাব আকবর আলী খান, কাশিমপুর থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর। আপনাদের সহযোগীতা আমাদের একান্ত কাম্য। সঠিক তথ্য দিন কাশিমপুর থানা পুলিশকে সহায়তা করুন। কাশিমপুর থানা-০১৭৬৯-৬৯৫৪৮৯ (ডিউটি অফিসার)।