শাহীন শরেপুর প্রতনিধিি
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমান ট্রাকে করে ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে টিসিবির পিয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামীলীগর নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযাদ্ধা আলহাজ¦ মজিবর রহমান মজনু প্রধান অতিথি হিসব উপ¯িত থক এর উদ্বাধন করন।
এ সময় উপ¯িত ছিলন, উপজলা নির্বাহি কর্মকর্তা মা. লিয়াকত আলী সখ, উপজলা সহকারী কমিশনার (ভূমি) জামশদ আলাম রানা, উপজলা ভটরিনারী সার্জন ডা. মা. রায়হান (পিএএ), উপজলা স্বা¯্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মা. আব্দুল কাদর, বগুড়া জলা পরিষদর সদস্য মাস্তাফিজার রহমান ভুট্টা।
এ ব্যাপার উপজলা নির্বাহি কর্মকর্তা মা. লিয়াকত আলী সখ বলন, আনুপাতিক হাড়ে ২ হাজার কেজি পিয়াজ প্রতিদিন বিক্রি করা হবে। এতে করে নি¤œবিত্ত পরিবারের লোকজন বেশী উপকৃত হবে।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন