আব্দুস সালাম শাহীন শরেপুর প্রতনিধিি
বগুড়ার শেরপুরের কলেজরোড এলাকায় ৯ ডিসেম্বর সোমবার ভোরে ট্রাকের ধাক্কায় মহির উদ্দিন মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধ হাপুনিয়া গোরস্থানপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মা. হুমায়ুন কবীর জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মহির উদ্দিন একজন বদ্ধ। তিনি দিনমজুরর কাজ করন। ৯ ডিসম্বর সামবার ভার সাড় ৫ টার দিক শেরপুর পর শহরের কলেজরাড এলাকায় নবমী সিনেমা হলের সামনে কষানর বাজার যেতে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেক ছেড়ে ড় আসা বগুড়াগামি একটি অজ্ঞাত ট্রাক তাকে পিছন থেকে সজারে ধাক্কা দিলে সে ঘটনা¯লই মারা যায়। পেরে লাশটি উদ্ধার কেরে শেরপুর থানায় নিয় আসা হয়।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন