অনলাইন ডেস্কঃ
টাঙ্গাইলে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। এই উপলক্ষে দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ১১ ডিসেম্বর সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে জমকালো এই আয়োজনের উদ্বোধন করেন সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, গোপালপুর ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরস, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন সহ বীর মুক্তিযোদ্ধারা।ঘ
উদ্বোধন শেষে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে সমবেত হয়।
এসময় বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে পৌর উদ্যানের মুক্তমঞ্চে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।