অনলাইন ডেস্ক
হঠাৎ সুপ্রিম কোর্টের সামনে তিনটি বাইকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ আগুন লাগে বলে নিশ্চত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।
তিনি সাংবাদিকদের জানান, আমরা কিছুক্ষণ আগে আগুন লাগার খবর জানতে পেরেছি, বর্তমানে ঘটনাস্থলে আছি। বাইকগুলো কার জানার চেষ্টা করছি। কে বা কারা এই আগুন দিয়েছে তা নিশ্চত হতে পারিনি। বর্তমানে তদন্ত করছি এই আগুন কারা লাগিয়েছে। তবে ধারণা করছি কেউ আগুন দিয়ে পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইক তিনটি রাস্তার পাশে ছিল। হঠাৎ করেই আগুন লেগে যায়। পথচারিরা আগুন নেভানো চেষ্টা করলে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস এসে নিভিয়ে ফেলে।
এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি কাল (বৃহস্পতিবার)। এর আগের দিন সুপ্রিম কোর্ট এলাকায় এমন অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।
যদিও সর্বোচ্চ আদালতের আশপাশ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।