অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাসকে আহ্বায়ক ও কুদরত আলীকে সদস্য সচিব করে খুলনা জেলা জাতীয় মানবাধিকার সমিতির কমিটি ঘোষণা
৯ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব মুহাম্মদ মফিজুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক এড. সাইফুল ইসলাম সেকুল যৌথভাবে অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাসকে আহ্বায়ক ও এস কে কুদরত আলীকে সদস্য সচিব করে খুলনা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক- এডভোকেট জামিলা আক্তার (ফুলতলা), ডা. মনিরুল ইসলাম সজল (ডুমরিয়া), এডভোকেট জয়দেব সরদার (পাইকগাছা), মো. আমিরুল ইসলাম (রুপসা) , নির্বাহী সদস্য- ডা. অনুপম মল্লিক, শাকিল আহমেদ রাজু, আব্দুল কাদের শেখ, দেবাশীষ হাওলাদার, ফ.ম আইয়ুব আলী, তপন রায়, মিজান সরদার, মুক্তা খাতুন, মিজানুর রহমান, শারমীন আক্তার, শাহনাজ বেগম।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন