নিউজ ডেস্কঃ
গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, পিপিএম (বার), বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী এর নের্তৃত্বে গত ১৮ই ডিসেম্বর বুধবার রাতে কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই/শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অত্র থানার পশ্চিম পানিশাইল এলাকায় অভিযান চালিয়ে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ নুরুল হক ওরফে নুরু নামের এক মাদক কারবারী’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারী নুরুল হক ওরফে নুরু (২৮) বরিশাল মহানগর কোতয়ালী থানার ফকিরবাড়ী রাখাল বাবুর পুকুরপাড় এলাকার মোঃ আবুল কালাম আজাদ এর ছেলে। সে গাজীপুর মহানগর কাশিমপুর থানার পশ্চিম পানিশাইল এলাকার আয়নাল মোল্লার বাড়ীর ভাড়াটিয়া। তার বিরুদ্ধে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে ১৯ই নভেম্বর ২০১৯ খ্রিঃ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেন কাশিমপুর থানা পুলিশ।।