আ ফ ম বাহাউদ্দিন নাসিমকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মনোনিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী । গত ২১ ডিসেম্বর আওয়ামীলীগের এ কমিটি ঘোষনা করা হয় ।
এ সময় নবনির্বাচিত যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান , ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ উদ্দিন ,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শিকদার প্রর্মু।
প্রসঙ্গত, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম ১৯৬১ সালের ১১ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ফরিদপুর জেলার মাদারীপুরে জন্মগ্রহণ করেন। আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট (বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮১ সালে মাদারীপুর জেলা ছাত্র লীগের সভাপতি হন। দীর্ঘদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারীও ছিলেন তিনি। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। ২০১৯ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি দলের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ লাভ করেন।