নিউজ ডেস্ক:
বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টির কাউন্সিলে গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান ও মশিউর রহমান রাঙ্গা মহাসচিব নির্বাচিত হওয়ায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
শনিবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির ৯ম কাউন্সিলে জিএম কাদের চেয়ারম্যান ও মশিউর রহমান রাঙ্গা মহাসচিব নির্বাচিত হওয়ায় দলের পক্ষ অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় নেতৃদ্বয় প্রত্যাশা করেন, আপনার নেতৃত্বে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সৃষ্টিশীল ভূমিকা রাখবে জাতীয় পার্টি। নতুন নেতৃত্ব দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তাদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন ঘটবে।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন