নতুন নেতৃত্ব ইবির বঙ্গবন্ধু পরিষদ

এম বি রিয়াদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের
অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে সভাপতি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে একমিটি যাত্রা শুরু করে। এর আগে সকাল ১১ টার দিকে ড. মাহবুবুল আরেফীনের সঞ্চালনায় ও মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ারুল হক স্বপন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল,
বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস, ট্যুরিজম এন্ডহসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল,কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানসহ পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও মুঠোফোনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ স ম আরেফীন সিদ্দিক ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এ মালেক।এসময় পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমি শুরু থেকেই বঙ্গবন্ধু পরিষদের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। আমার রক্তে বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা বিকশিত হয়। আমরা এমন একটি সময়ে দায়িত্ব পেয়েছি। এটা মুজিববর্ষ পালনের বছর। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে মুজিববর্ষ পালন করতে পারি। তবে আমরা আমাদেরকে মুজিবের গর্বিত সৈনিক হিসেবে মনে করবো।’

শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে ড. ইউনূস

শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x