আব্দুস সালাম শাহীন
বগুড়া জেলা পুলিশের ডিসেম্বর ২০১৯ মাসে পেশাগত দায়িত্ব পালনে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা পেয়েছেন শেরপুর সার্কেল এর তিন পুলিশ কর্মকর্তা।
সম্মাননা প্রাপ্তরা হলেন- শেরপুর সার্কেল ( শেরপুর-ধুনট) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর ও শেরপুর থানার এসআই মো. ওসমান গনি।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, ডিসেম্বর মাসে জেলার ১২টি থানার মধ্যে কর্মদক্ষতায় শ্রেষ্ঠ বিবেচনায় এই সম্মাননা দেয়া হয়েছে। বিশেষ করে উপজেলার ভবানীপুরে সংঘঠিত ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, আন্তজেলা ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারকরা সহ ভাল কাজের স্বীকৃতিস্বরূপ জেলার মধ্যে শ্রেষ্ঠ বিবেচনায় জেলা পুলিশের মাসিক সভায় এই সম্মাননা পাওয়া গেছে।